ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷ হকিস্টিক, রড, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল জানিয়েছে।
রাজধানীতে শহীদ মিনার অভিমুখে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার পর এই ঘটনা ঘটে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ৯টার পর ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে শহীদ মিনার অভিমুখে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল করছিল। শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ অতর্কিত হামলা করে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
তারা বলছে, গুরুতর আহত অবস্থায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও মানসুরা আলমসহ বেশ করেকজন চিকিৎসাধীন আছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকা হয়ে ক্যাম্পাসে ঢুকছিলাম। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের বাধা দেয়। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। রড, স্ট্যাম্প, হকিস্টিক ও ছুরি দিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়।
ছাত্রদলের ওপর এই হামলাকে 'প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিবাদ' হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন৷ তিনি বলেন, রাজাকারদের তল্পিবাহক ও সন্ত্রাসের ডিস্ট্রিবিউটর ছাত্রসংগঠন ছাত্রদল তাদের সহিংস সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষাঙ্গনের পরিবেশ বিঘ্নিত করছে৷ এর ধারাবাহিকতায় দেশি অস্ত্র নিয়ে তারা ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছে৷ শিক্ষাঙ্গনের পরিবেশ অক্ষুণ্ন রাখা ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন নিশ্চিত করার স্বার্থে সব মতের প্রগতিশীল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদলের সন্ত্রাসবাদী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে৷